সূর্যের হাসি নেটওয়ার্ক একটি স্বাস্থ্যসেবা সামাজিক উদ্যোগ। সূর্যের হাসি নেটওয়ার্কে লক্ষ্য হচ্ছে সকলের জন্য উন্নত মানের, গ্রাহক বান্ধব ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা প্রদান করা। এই নেটওয়ার্ক বেসরকারি খাত, কমিউনিটি ও সরকারের সাথে অংশীদারিত্বের মাধ্যমে একটি টেকসই, উদ্ভাবনী ও আধুনিক স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণে কাজ করছে।
এই নেটওয়ার্কের অধীনে পরিচালিত সূর্যের হাসি ক্লিনিকে জরুরী ভিত্তিতে স্বাস্থ্য কর্মী/ মাঠ কর্মী পদে চুক্তি ভিত্তিতে কিছু নিয়োগ প্রদান করা হবে।
স্বাস্থ্য কর্মী/ মাঠ কর্মী মূল দায়িত্ব সমূহ হল, পরিকল্পনা অনুযায়ী বাড়ি পরিদর্শন করা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা এবং স্বাস্থ্যবিধি বিষয়ে প্রচার এবং কাউন্সেলিং করা, ট্যাবলেট-এ তথ্য ইনপুট দেয়া এবং স্বাস্থ্য পণ্য বিতরণ বা বিক্রি করা।
মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের উক্ত পদে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ ইং তারিখের মধ্যে জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র ক্লিনিক ম্যানেজার বরাবর সংশ্লিষ্ট সূর্যের হাসি ক্লিনিকে অথবা recruitment@shnnetwork.org ইমেইলে প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আবেদনপত্রের উপর/ ইমেইলের বিষয়ে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।