Surjer Hashi Network

CAREER

স্বাস্থ্য কর্মী/ মাঠ কর্মী

No. of Vacancies : 7
Job Location : Madhupur (Tangail), Melandah, Moheshkhali (Coxsbazar), Mongla (Khulna), Panchbibi, Sharonkhola (Bagerhat)
Deadline : Closed
OVERVIEW

সূর্যের হাসি নেটওয়ার্ক একটি স্বাস্থ্যসেবা সামাজিক উদ্যোগ। সূর্যের হাসি নেটওয়ার্কে লক্ষ্য হচ্ছে সকলের জন্য উন্নত মানের, গ্রাহক বান্ধব ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা প্রদান করা। এই নেটওয়ার্ক বেসরকারি খাত, কমিউনিটি ও সরকারের সাথে অংশীদারিত্বের মাধ্যমে একটি টেকসই, উদ্ভাবনী ও আধুনিক স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণে কাজ করছে।

এই নেটওয়ার্কের অধীনে পরিচালিত সূর্যের হাসি ক্লিনিকে জরুরী ভিত্তিতে স্বাস্থ্য কর্মী/ মাঠ কর্মী পদে চুক্তি ভিত্তিতে কিছু নিয়োগ প্রদান করা হবে।

স্বাস্থ্য কর্মী/ মাঠ কর্মী মূল দায়িত্ব সমূহ হল, পরিকল্পনা অনুযায়ী বাড়ি পরিদর্শন করা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা এবং স্বাস্থ্যবিধি বিষয়ে প্রচার এবং কাউন্সেলিং করা, ট্যাবলেট-এ তথ্য ইনপুট দেয়া এবং স্বাস্থ্য পণ্য বিতরণ বা বিক্রি করা।

মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের উক্ত পদে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে।

আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ ইং তারিখের মধ্যে জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র ক্লিনিক ম্যানেজার বরাবর সংশ্লিষ্ট সূর্যের হাসি ক্লিনিকে অথবা recruitment@shnnetwork.org ইমেইলে প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আবেদনপত্রের উপর/ ইমেইলের বিষয়ে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।

SPECIFIC SKILLS
  • গ্রাহক সেবা প্রদানের মৌলিক নীতি ও প্রক্রিয়া সমূহ সম্পর্কে জ্ঞান বা দক্ষতা।
  • স্থানীয় ভাষায় যোগাযোগের দক্ষতা।
RESPONSIBLE FOR
কার্যবিবরণীঃ
  • মাঠ পরিদর্শনের অগ্রিম কাজের পরিকল্পনা প্রস্তুত করা এবং কর্ম পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম সম্পাদন করা।
  • বাড়ি পরিদর্শনের মাধ্যমে লক্ষিত জনগোষ্ঠীর মধ্যে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে পরিবারের সদস্যদেরকে অবহিত করা এবং ট্যাবলেট-এ তথ্য ইনপুট দেয়া।
  • প্রতিষ্ঠানের স্বাস্থ্য সম্পর্কিত সকল সার্ভিস সম্পর্কে অবগত করা।
  • অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে যোগাযোগ করে রোগীর চিকিৎসার ব্যবস্থা করা।
  • স্যাটালাইট স্পট ও SHN এর রেফেরাল নীতিমালা অনুযায়ী সেবা গ্রহীতা/ গ্রাহক রেফার করা।
  • ক্লিনিক, স্যাটালাইট স্পট এবং অন্যান্য আউটরিচ কার্যক্রমের মাধ্যমে লক্ষিত জনগোষ্ঠীর মধ্যে পুষ্টি, নিরাপদ প্রসব, পরিবার পরিকল্পনা, টিকাদান, স্বাস্থ্যবিধি, নিরাপদ পানি এবং স্যানিটেশন বিষয়ে প্রচার এবং কাউন্সেলিং সেশন পরিচালনা করা।
  • ক্লিনিক, স্যাটালাইট স্পট এবং অন্যান্য আউটরিচ কার্যক্রমের মাধ্যমে গ্রাহক/ লক্ষিত জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্য পণ্য, যেমন বেসিক ঔষুধ, মাইক্রোনিউট্রিয়েন্টস, জিঙ্ক সালফেট, আয়রন/ফলিক অ্যাসিড ট্যাবলেট, পরিবার পরিকল্পনা পণ্য, স্যানিটারি ন্যাপকিন, সাবান এবং অন্যান্য স্বাস্থ্য পণ্য বিতরণ বা বিক্রি করা।
  • গ্রোথ মনিটরিং (Growth monitoring and Promotion - GMP), মারাত্মক তীব্র অপুষ্টি (Severe Acute Malnutrition - SAM), বহুমুত্র (Diabetes Mellitus - DM), হাইপারটেনশন (Hypertension - HTN) ইত্যাদি বিষয়ে স্ক্রিনিং সেবা প্রদান করা।
  • সেবা গ্রহীতা/ গ্রাহক সম্পর্কিত সকল তথ্যের গোপনীয়তা রক্ষা করা।
  • ক্লিনিক ম্যানেজারের পরামর্শ অনুযায়ী অন্যান্য দায়িত্বসমুহ পালন করা।
ADDITIONAL REQUIREMENTS
  • স্বাস্থ্য কর্মী হিসেবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
EDUCATIONAL REQUIREMENTS

  • এস এস সি/ এইচ এস সি

OTHER BENEFITS
  • সপ্তাহে ০১ দিন বন্ধ।
  • প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ছুটি, ভাতা, ইনসেন্টিভ এবং প্রযোজ্য অন্যান্য সুবিধা।
Job Summary
No. of Vacancies : 7
Job Nature : Contractual (Renewable upon performance)
Experience Requirements :
Job Location : Madhupur (Tangail), Melandah, Moheshkhali (Coxsbazar), Mongla (Khulna), Panchbibi, Sharonkhola (Bagerhat)
Salary :
  • আলোচনা সাপেক্ষ
Deadline : Closed

Apply for this position

*
*
* Attach your resume. Max size 2mb Allowed Type(s): pdf